রাতে সাড়ে নয়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আইজিপি
বিএনপি ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও হরতাল আহ্বান করার পর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও আজকের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
রাত সাড়ে নয়টায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ দিনভর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক কর্মসূচি ঘিরে বেশ সরগরম থাকে রাজধানী। বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীর বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এছাড়া যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বিজ্ঞাপন
জেইউ/এসএম