চট্টগ্রামে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনসমাগম করে ব্যবসা পরিচালনা করায় ৩০টি রেস্টুরেন্টকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। খাওয়ার নামে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার কারণেই এ অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, রেস্টুরেন্ট মালিকরা সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনসমাগম করছিলেন। কিছু রেস্টুরেন্টে মানুষ অযথা বসে আড্ডা দিচ্ছে। মাস্ক ছাড়াই রেস্টুরেন্টে বসে আছে। আবার কিছু রেস্টুরেন্টে খাওয়ার নাম করে আড্ডা দিচ্ছে। এসব কারণে আজ ছয়জন ম্যাজিস্ট্রেট সকাল-বিকাল দুই শিফটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৩০ রেস্টুরেন্টকে ৩৮ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

কেএম/আরএইচ