সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল
ফাইল ছবি
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধে জনগণের জানমাল রক্ষায় র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে।
এমএসি/জেডএস