করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে কাতার প্রবাসীরা দেশে আটকে আছেন

কাতার যাওয়ার ব্যবস্থা করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছেন দেশে আটকেপড়া প্রবাসীরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে কাতার ফেরত পাঠানোর দাবিতে স্লোগান দিতে থাকেন।

কাতারে ফিরে যেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন ইলিয়াস নামে এক প্রবাসী। তিনি সৌদি প্রবাসীদের দেশটিতে ফেরত পাঠানোর উদাহরণ দিয়ে বলেন,‘আমাদের দাবি একটাই, অন্যদের যেভাবে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে, আটকে পড়াদের সেভাবেই কাতারে পাঠাতে হবে।’

বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা জানান, করোনার কারণে প্রায় ১২ হাজার কাতার প্রবাসী দেশে আটকা পড়েছেন। গত ১২-১৩ মাস ধরে আমরা দেশে মানবেতর জীবনযাপন করছি। এর মধ্যে ৯৫ শতাংশ কর্মীর ইকামার মেয়াদ শেষ। গত চার মাস ধরে আমরা রি-এন্ট্রি পারমিটের আবেদন করেছি। আমাদের আবেদন নেওয়া হচ্ছে না। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার প্রকোপ অনেক বেশি, অথচ সেখান থেকে দেশটির শ্রমিকরা কাতারে যাচ্ছে। এর ফলে আমাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের কাতার পাঠানোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

এর আগে ২০ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানিয়েছিলেন প্রবাসীরা। সেসময় দাবি আদায়ে প্রয়োজনে সৌদি প্রবাসীদের মতো বিক্ষোভ কর্মসূচির হুমকিও দেন তারা।

আটকে পড়া কাতার প্রবাসীরা অভিযোগ করেন, করোনা মহামারির কারণে ১২ থেকে ১৩ মাস কাতার প্রবাসীরা দেশে আটকে আছেন। তারা মানবেতর জীবন-যাপন করছেন। সরকার কিংবা কোনো এনজিওর পক্ষ থেকে তাদের কোনো সাহায্য করা হয়নি। শিগগিরই কাতার ফিরিয়ে নেওয়ার জন্য নতুন এন্ট্রি পারমিট পদ্ধতি সহজ করার দাবি জানান তারা।

তারা বলেন, রি-এন্ট্রি পারমিট সহজ করে দিলে প্রবাসীরা বিদেশে যেতে পারবে। রি-এন্ট্রি পারমিট সহজ করতে দুই দেশের উচ্চপর্যায়ে বৈঠক প্রয়োজন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।


এইচএন/টিএম