রাজধানীর মালিবাগে মোটরসাইকেলের ধাক্কায় দুলাল চক্রবর্তী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত চালক হৃদয় (১৭) আটক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

সোমবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে মালিবাগ সিএনজি পাম্পের সামনে গ্যারেজ কর্মচারী মোটরসাইকেল টেস্ট ড্রাইভ দেওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী ও চালক। পরে দুজনকে প্রথমে খিদমাহ হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে এলে পথচারী দুলাল চক্রবর্তীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী সাজ্জাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা কয়েকজন বাসায় যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পাই। গিয়ে দেখি মোটরসাইকেল চালক ও পথচারী রাস্তায় পড়ে আছেন। পরে আমরা তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে খিদমাহ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

চালক হৃদয়ের বড় ভাই রিয়ন জানান, সে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী হিসাবে কাজ করে। কাজ করার পর গাড়ির টেস্ট ড্রাইভ দেওয়ার সময় এ ঘটনা ঘটতে পারে। ভাইয়ের অবস্থাও খুবই খারাপ। এখনও জ্ঞান ফেরেনি।

রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেলের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় হৃদয়ের পুলিশি পাহারায় চিকিৎসা চলছে। ভুক্তভোগীর কেউ এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া থানায়, তিনি ওই এলাকারা দেবদুয়ার গ্রামের মৃত এমেন্দ্র কিশোরের ছেলে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, রাতে একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন, আর মোটরসাইকেল চালক পুলিশি পাহারায় ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএএ/জেডএস