বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ই-পোস্টার প্রকাশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৮ এর জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে। এটি প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন নিউজ পেপারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।
বুধবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তার উক্তি নিয়ে বাংলা নববর্ষ-১৪২৮ এ একটি ই-পোস্টার বের করা হয়েছে। এর শিরোনাম করা হয়েছে ‘স্বাধীন জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদাকে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে’-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওই ই-পোস্টার জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এনআই/এমএইচএস