চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গহিরার শেখ ইব্রাহীম জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. সাইফ উদ্দিন খান (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়।

গুলিবিদ্ধ সাইফের ছোট ভাই আবদুল্লাহ আল মামুন বলেন, অনেকদিন ধরে মসজিদটির কমিটি নেই। মসজিদের কমিটি করার জন্য বার বার তাগিদ দেওয়া হচ্ছিল। কিন্তু আবুল বশরসহ মসজিদটি দখল করে রাখা তার সঙ্গীরা কমিটি করার কোনো উদ্যোগ নেননি। 

তিনি বলেন, কমিটি না থাকার পরও মসজিদে নতুন করে কাজ করার উদ্যোগ নেওয়া হয়। কমিটি না হওয়া পর্যন্ত মুসল্লিদের পক্ষ থেকে কাজ না করতে বলা হয়েছিল। আজ দুপুরের পরে মসজিদের কাজ করতে আসলে আমার ভাই নিষেধ করেন। তখন আবুল বশর ও তার সঙ্গীরা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলীকে খবর দেয়। তিনি এসে গালাগালি শুরু করেন। আমার ভাই সামনে যাওয়া মাত্রই তাকে কাউন্সিলর নিজে গুলি করেন।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, রাউজানে মসজিদ কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাইফ নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

কেএম/আরএইচ