চার সবজি বিক্রেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গতকাল বুধবার থেকে সারা দেশে শুরু হয়েছে ৭ দিনের বিধিনিষেধ। এর আওতায় মানুষের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি হাটবাজার বসানোর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
কোথাও বিধিনিষেধ অমান্য করা হচ্ছে কি না গতকাল থেকে তা তদারকি করছে পুলিশ। এর অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ কাঁচাবাজার থেকে চার সবজি বিক্রেতাকে ধরে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো.মাহবুবুর রহমানের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অন্য ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা অভিযোগ করেন, সকাল ৯টায় দোকান খোলার পর শুক্রাবাদ কাঁচা বাজারের সবজি বিক্রেতা কুদ্দুস, ফরিদ, সম্রাট, নোমান নামে চারজনকে আটক করে নিয়ে যায় শেরেবাংলা নগর থানা পুলিশ। কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাঁচা বাজার এবং মুদি দোকান খোলা রাখার অনুমতি আছে। পুলিশ এসে বিনা কারণে সবজি বিক্রেতাদের হয়রানি করছে।
আকবর নামে এক ব্যবসায়ী বলেন, লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে আমরা বাজারে ব্যবসা করছি। আমরা নিতান্তই গরিব মানুষ। দিন এনে দিন খাই। এর মাঝেও যদি এমন ভোগান্তি পোহাতে হয় তাহলে আমরা যাব কোথায়?
বিজ্ঞাপন
আয়নাল নামে আরেক ব্যবসায়ী বলেন, গতকালও তিনজনকে ধরে নিয়ে গিয়েছিল। পরে অনেক রাতে তাদের ছেড়ে দিয়েছে। আমরা অল্প পুঁজিতে ব্যবসা করে সংসার চালাই। প্রতিদিন যা বিক্রি হয়, তা দিয়ে খেয়ে-পরে বেঁচে আছি। সরকারি নির্দেশনার বাইরে আমরা কোনো কাজ করিনি। এরকম ভোগান্তিতে আমরা পড়তে চাই না।
তবে বিষয়টি তেমন গুরুতর নয় বলে দাবি করেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি। ঢাকা পোস্টকে তিনি বলেন, সরকার নির্দেশিত প্রজ্ঞাপনের বাইরে আমরা কোনো পদক্ষেপ নিইনি। যাদের ধরে আনা হয়েছে তারা ফুটপাতের ব্যবসায়ী। মূলত সবাইকে সচেতন করার জন্য তাদের আনা হয়েছে। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হবে।
আরএইচটি/এনএফ/জেএস