চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে মো. মকছুদ আলম (৩৯) নামে এক জলদস্যুকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঞা। 

তিনি জানান, বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু মকছুদ আলমকে গ্রেফতার করা হয়। জলদস্যু মকছুদের অত্যাচারে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। তার গ্রেফতারের সংবাদে জনমনে স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে। 

গ্রেফতার মকছুদের বিরুদ্ধে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার শামসুল আলমের ছেলে।  

কেএম/আরএইচ