দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন দুইজন সংসদ সদস্য (এমপি)। আচরণবিধি ভাঙায় দুই এমপিকে সতর্ক করল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান তাদের সতর্ক করে পৃথক চিঠি দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজ লেখা চিঠিতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

অন্যদিকে মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটর সাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতাকর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় যাতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং ওই এলাকায় প্রায় একঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসআর/এসএম