৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ ৩ জন আটক
রাজধানীর রামপুরা এলাকা থেকে র্যাব-১০ এর অভিযানে আনুমানিক ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ ৩ জনকে আটক করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- এবিএম সিদ্দিকী বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান(৫০)।
বিজ্ঞাপন
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর উপ পরিচালক মেজর শাহরিয়ার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল জানতে পারে পূর্ব রামপুরার জাকের গলির একটি বাসায় তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়ামসহ কয়েকজন অবস্থান করছেন। পরে সেই সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চামড়ার বাক্স ও স্টিলের বাক্স জব্দ করা হয়। আর এই দুই বক্স থেকে আনুমানিক ৫৫ লাখ টাকা ইউরেনিয়াম জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ইউরোনিয়াম একটি উচ্চ ঘনত্বের তেজস্ক্রিয় মৌল, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও বোমা তৈরিতে ব্যবহৃত হয়।
এছাড়াও আটককৃতদের কাছ থেকে একটি করে রিমোট, ম্যানুয়েল বই, গ্যাস মাস্ক, ইলেটকট্রিক মিটার, রাবারের ড্রপার, স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, কেচি, মিটার, কালো কম্পাস, মেটাল ছাকনি, ক্যাটালগ, ৫টি কাচের তৈরি ছোট চিকন পাইপ, ২টি পাইপ সদৃশ বস্তু, ১ জোড়া হ্যান্ড গ্লাভস ও একটি চামড়ার জ্যাকেট (গাউন) জব্দ করা হয়।
মেজর শাহরিয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান যে, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে তা বিক্রয় করে আসছেন। তাদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসি/এনএফ