সারাহ বেগম কবরী

করোনা কেড়ে নিল বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রাণ। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তি, সংস্কৃতি অঙ্গনের বিশেষ ব্যক্তিবর্গরা কবরীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

শোক জানালেন যারা

সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অভিনয়ের মধ্য দিয়ে এ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অভিনয়ের মাধ্যমে এ দেশের আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। নিজ কর্মের মাধ্যমে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শোক বার্তায় জিএম কাদের বলেন, বাংলা চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করেছেন কবরী। তিনি নিখুঁত অভিনয়ে কোটি দর্শককে মুগ্ধ করতে সমর্থ হয়েছিলেন। বাংলা চলচ্চিত্রের উজ্জল নক্ষত্রও ছিলেন তিনি।

কবরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শোকবার্তায় তারা বলেন, চলচ্চিত্র অঙ্গনে সারাহ বেগম কবরী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত কবরী তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমী মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বরেণ্য অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (১৭ এপ্রিল) এক শোক বাণীতে উপাচার্য বলেন, সারাহ বেগম কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই সফল অভিনেত্রী ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম পথপ্রদর্শক ও প্রাজ্ঞজন। দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তিনি অনন্য অবদান রেখেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এফআর/জেডএস/এইচআর/এসকেডি