যথাযথ মর্যাদায় কাতা‌রের দোহায় বাংলা‌দেশ দূতাবাস ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন ক‌রে‌ছে। শ‌নিবার (১৭ এপ্রিল) করোনাভাইরাস সংক্রান্ত স্থানীয় বিধিনিষেধ মেনে দিবসটি উপলক্ষে সীমিত পরিসরে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ঘরোয়াভাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশের সব শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন দিবস‌টি উপল‌ক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সব শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে ১৯৭১ সালের ১৭ এপ্রিল তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠনের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধকালীন কার্যক্রম উপস্থাপন করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

এনআই/আরএইচ