চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যার ঘটনায় শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধি নিয়ে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট। শনিবার (১৭ এপ্রিল) সংগঠনের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক এমএইচ মন্টু এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, চট্টগ্রামের বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে পাঁচ শ্রমিক হত্যা করা হয়েছে। বকেয়া বেতন ভাতাসহ ১০ দফা দাবীর আন্দোলনে স্থানীয় প্রশাসনের গুলিতে আরও কয়েকশ আহত হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, অবিলম্বে শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এছাড়াও শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও হত্যার বিচার করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতাযুদ্ধে এই শ্রমিক ও মেহনতি জনতা রক্ত দিয়েছে। তখনকার কোনো শিল্প-কারখানার মালিক যুদ্ধ করেনি, রক্ত দেয়নি। অবিলম্বে শ্রমিক হত্যার বিচারের জন্য শ্রমিক-কর্মচারীদের সংগঠনের প্রতিনিধি নিয়ে বিচার বিভাগীয় কমিটি করতে হবে।

এইউএ/ওএফ