আজ ফরেন সার্ভিস দিবস। পঞ্চাশ বছর আগে আজকের দিন তথা ১৮ এপ্রিল ১৯৭১ সালে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রয়াত কূটনীতিক এম. হুসেন আলীর নেতৃত্বে বিদেশের মাটিতে কোনো কূটনৈতিক মিশনে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

রোববার (১৮ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরেন সার্ভিস দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 

পঞ্চাশ বছর আগে ১৮ এপ্রিল ১৯৭১-এ কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রয়াত কূটনীতিক এম. হুসেন আলীর নেতৃত্বে বিদেশের মাটিতে কোনো কূটনৈতিক মিশনে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই গর্বিত ইতিহাসের উত্তরাধিকার হিসেবে পররাষ্ট্র সার্ভিসের সদস্যরা গত পাঁচ দশকে বাংলাদেশের সব উল্লেখযোগ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখে চলেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ মূলমন্ত্রকে ধারন করে এই সার্ভিসের সদস্যরা আন্তর্জাতিক শান্তি, উন্নয়ন ও মানবিক সহযোগিতা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ত্যাগ, দক্ষতা এবং প্রজ্ঞার সর্বোত্তম প্রয়োগে বদ্ধপরিকর।

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসকে গতিশীল ও যুগোপযোগী একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সব সময় সচেষ্ট থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনআই/এসএম