সরকারি উদ্যোগে হারভেস্টর মেশিন দিয়ে গরিব কৃষকের ধান কাটার ব্যবস্থা ও প্রকৃত কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

বুধবার (২১ এপ্রিল) সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট এসএম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, সারাদেশে চলমান ‘লকডাউনে’র ফলে কৃষি শ্রমিকরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ধান কাটার জন্য অবাধে যাতায়াত করতে পারছেন না। ধান কাটার শ্রমিক সংকটের কারণে ধান কাটার মজুরি বৃদ্ধি পেয়েছে। ধান বিক্রি করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ফলে কৃষকরা বোরো ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন।

তারা আরও বলেন, অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় কৃষি শ্রমিকদের ধান কাটার জন্য হাওড় অঞ্চলসহ অন্যান্য অঞ্চলে যাতায়াত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক সংকটের ফলে অধিকাংশ কৃষক সময়মতো ধান কাটতে পারছেন না। অবিলম্বে বিএডিসির মাধ্যমে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে হারভেস্টর মেশিন দিয়ে গরিব কৃষকের ধান কাটার ব্যবস্থা করতে হবে। প্রতি বছর সরকার ধান ক্রয় করলেও প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় না করে দলীয় সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করে থাকে। প্রকৃত কৃষকের হালনাগাদ তালিকা করে কৃষিকার্ড বিতরণ করে সরাসরি উৎপাদক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।

প্রণোদনা প্রকৃত কৃষকের হাতে পৌঁছানোর দাবি জানিয়ে তারা বলেন, দ্রুত অস্থায়ী গুদাম তৈরি ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করতে হবে। প্রধানমন্ত্রী বোরো ধান কাটার সময় কৃষকদের জন্য নানা প্রণোদনার ঘোষণা দিলেও এর সুফল পায় মূলত কৃষিযন্ত্রের ব্যবসায়ী, সেচ মালিক ও সিন্ডিকেটগোষ্ঠী। ধান কাটার প্রাক্কালে প্রণোদনার ঘোষণা মূলত প্রতি বছরের মতো কৃষকের ক্ষোভ প্রশমনের প্রয়াস মাত্র। সব ধরনের প্রণোদনা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দিতে হবে।

এমএইচএন/এসকেডি