লাউতলা-রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু আজ
মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার শুরু হচ্ছে মোহাম্মদপুরের লাউতলা-রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানের পাশাপাশি পরিষ্কার কার্যক্রমে অংশ নেবেন বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে মোহাম্মদপুরের লাউতলা-রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত থাকবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি এই কাজে সহযোগিতা করতে যুক্ত হবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবী।
বিজ্ঞাপন
খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই এলাকার বাড়িঘর ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।
এএসএস/এমএ
বিজ্ঞাপন