পূর্ব ঘোষণা অনুযায়ী মোহাম্মদপুর লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসির পাশাপাশি পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবী। এই পরিচ্ছন্ন কার্যক্রমের আগে শপথ নিয়েছেন তারা।

আজ (শুক্রবার) বছিলার পশ্চিমাঞ্চল পুলিশ লাইন মাঠে এই বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীকে শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুর লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশ নেবেন তারা। 

এদিকে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোকে আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা-ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।

এএসএস/এনএফ