করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮২ জনে।

একইসঙ্গে নতুন করে আরও ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮ হাজার ৪৩৭ জনে।

শুক্রবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, কক্সবাজারের একটি ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ২২৪২টি নমুনা পরীক্ষা করে ২৯৮ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ২৪৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫৪ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৮২ জন। যার মধ্যে নগরীর ৩৫৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৩ জন।

শুধু এপ্রিল মাসেই এখন পর্যন্ত (শুক্রবার সকাল) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

কেএম/এমএইচএস