চার আহত ফায়ার কর্মীকে পঙ্গু হাসপাতালে ভর্তি
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানসনে লাগা আগুন নিয়ন্ত্রণে ও আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করতে গিয়ে চার ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার ও ২২ আহতকে বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট ১৯টি ইউনিট কাজ করেছে। চারটি ডেড বডি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দগ্ধসহ আগুন ও ধোঁয়ায় ২১ জন আহত হয়েছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। চার জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন, তাদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাস্কর দেবনাথ বলেন, এই মুহূর্তে ফায়ার সার্ভিস ও পুলিশ পুরো ভবনে তল্লাশি পরিচালনা করছে। এখানে আর উদ্ধার কাজের কোনো কিছু বাকি নেই, তা নিশ্চিত করতেই তল্লাশি চলছে। এটি সম্পন্ন করার পর শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আসবে। তারাই নিশ্চিত করবেন ভবনে আর বিস্ফোরণ হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এখনও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মহোদয় সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। আহত ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও নগদ টাকা দেওয়া হবে। মৃতদেহ সৎকারে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশপাশের অনেক ভবনে কেমিক্যাল গোডাউন। তা বন্ধে কী ধরনের উদ্যোগ ছিল? জানতে চাইলে তিনি বলেন, আপাতত আমরা এই ভবন নিয়ে মনোযোগী। তবে এখানকার কাজ শেষ হলে আশপাশে নজর দেওয়া হবে। আশা করতে পারেন, এবার ভালো ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেইউ/এসএসএইচ