বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০)  মারা গেছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা রইসুল উদ্দিন সৈকত। তিনি বলেন, ২৮ মার্চ মো. সাহাবউদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে পাঁশলাইশের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, ২০ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে তার। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে।

কেএম/এসকেডি/জেএস