ওয়াসার সাত কর্মকর্তাকে প্রেষণে ডিএনসিসিতে পদায়ন
চাহিদা মোতাবেক ঢাকা ওয়াসা থেকে সাত কর্মকর্তাকে প্রেষণে পদায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওয়াসার সাত কর্মকর্তাকে ডিএনসিসিতে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়, গত ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা ও ডিএনসিসির সমঝোতা স্বাক্ষর অনুযায়ী শর্ত ৩(ক) ও ডিএনসিসির চাহিদা মোতাবেক ঢাকা ওয়াসা থেকে সাত কর্মকর্তাকে প্রেষণে ডিএনসিসির কাছে ন্যস্ত করা হয়েছে।
সাত কর্মকর্তার মধ্যে রয়েছেন মডস জোন-৬ এর রামপুরা পাম্প স্টেশনের সেলিম মিয়া, সুমন রানা, নেসার উদ্দিন ও আনিসুর রহমান। অন্যদিকে মডস জোন-৩ এর কল্যাণপুর পাম্প স্টেশনের শহিদুল ইসলাম, ফরহাদ আলী ও শামীম আক্তারকে তাদের বর্তমান কর্মস্থল থেকে ডিএনসিসির নিকট ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এএসএস/ওএফ