বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮ থেকে ১০ মার্চ নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং জেল পুলিশসহ মোট ৩০টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতায় ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে ল্যা. না. সবুর হোসেন, ল্যা. না. রাজিব মিয়া, ল্যা. না. ছালাম মোল্লা এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক, ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে ল্যা. না. সবুর হোসেন এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক, ৪০০০ মিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে ল্যা. না. সবুর হোসেন স্বর্ণ পদক, ৪০০০ মিটার টিম টাইম ট্রায়ালে ল্যা. না. সবুর হোসেন, ল্যা. না. রাজিব মিয়া, ল্যা. না. ছালাম মোল্লা এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক, ৩০ কিলোমিটার রোড ইনডিভিজুয়াল মহিলায় সিপাহী নিশি খাতুন স্বর্ণ পদক, ৫০০ মিটার টাইম ট্রায়াল নারী বিভাগে সিপাহী নিশি খাতুন স্বর্ণ পদক, ১০০০ মিটার টাইম ট্রায়াল পুরুষ বিভাগে সিপাহী সুমন রেজা রৌপ্য পদক, ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট নারী বিভাগে সিপাহী নিশি খাতুন, সিপাহী নাজনীন আক্তার এবং সিপাহী সোনিয়া আক্তার তাম্র পদক এবং ২০০০ মিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়াল মহিলা বিভাগে সিপাহী নয়ন মনি তাম্র পদক অর্জন করেছে ।

ওএফএ/এসকেডি