দেশের নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) আয়োজনে উদ্যোক্তা বিষয়ক মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকালে অনলাইন প্লাটফরমে এটি অনুষ্ঠিত হয়।

এবারের মাস্টারক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি। এতে সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এবারের মাস্টারক্লাসে আলোচনার বিষয় ছিল- ‘বিজনেস সাস্টেইনেবিলিটি : ফ্রম প্লেট্যু টু পিক।’ এতে মূল বক্তব্য দেন সিএসই-ইন্ডিয়ার পোগ্রাম ম্যানেজার অভয় কেআর সিং।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘উই-এর এই মাস্টারক্লাসের মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। উই-এর মাস্টারক্লাসের আয়োজনকে সরকারিভাবে স্বীকৃতির বিষয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমি তথ্যপ্রযুক্তি বিভাগকেও অনেক ধন্যবাদ জানাই এতো দারুণভাবে নারীদের পাশে থাকার জন্য।’

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, ‘সরকার এক হাজার নারী উদ্যোক্তাকে গ্রান্টসহ তাদের নিয়ে বেশকিছু চিন্তা করছে। আমাদের উদ্যোক্তাবান্ধব প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।’

এ সময় প্রতিমন্ত্রী শিশুস্তরের বই থেকে উই এর কার্যক্রমের গল্প পাঠ্যপুস্তকে আনার অনুরোধ করেন।

আয়োজনে উই-এর গ্লোবাল অ্যাডভাইজর, সিল্কক গ্লোবালের সিইও সৌম্য বসু, উই-এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। 

এবারের মাস্টারক্লাসে প্রায় চার শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন। উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমাদের আগামী ২য় সিজনের মাস্টারক্লাস হবে অ্যাডভান্স লেভেলের। আমরা ভীষণ খুশি যে সরকার আমাদের উদ্যোক্তাদের পাশে দৃঢ়ভাবে রয়েছে।’

এমএইচএস