করোনায় আক্রান্ত হয়ে লেখক, রাজনীতিক ফিরোজ আহমেদের মা রাজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হাইকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রাজিয়া বেগমের ইন্তেকালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

ছাত্র ফেডারেশন নেতা সৈকত আরিফ জানান, আজ বাদ মাগরিব উত্তরার বাসার সামনে রাজিয়া বেগমের জানাজা শেষে বরগুনায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে রওনা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক শোক বার্তায় বলেন, আমাদের সহযোদ্ধা ফিরোজ আহমেদের মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। মৃত্যু অবধারিত হলেও তা মেনে নেওয়া স্বজনদের জন্য সত্যিই কষ্টের। ফিরোজ আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।

এএইচআর/জেডএস