মালিবাগে পাইলিংয়ের সময় ক্রেন ভেঙে নিহত ১, আহত ৪
রাজধানীর মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পাইলিংয়ের মাটি সরানোর সময় ক্রেনসহ ভেঙে নিচে পড়ে নাঈম (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় ক্রেনচালকসহ আরও ৪ শ্রমিক আহত হয়েছেন। নিহত নাঈম ক্রেন চালকের সহকারী ছিলেন। রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নাঈমের মৃত্যু হয়।
আহত অন্য শ্রমিকরা হলেন, আব্দুল্লাহ আল নোমান (২৭) ক্রেন চালক রাতুল প্রামাণিক (১৭) ভেকু মেশিনের হেল্পার সাদেক (২০) ও জিয়ারুল (২৬)।
বিজ্ঞাপন
ক্রেন চালক নোমান বলেন, মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের ৪৫তলা ভবনের আন্ডারগ্রাউন্ডের পাইলিংয়ের মাটি ক্রেন ও ভেকু মেশিন দিয়ে সরানোর কাজ করছিলাম আমরা। এ সময় ক্রেন ভেঙে প্রায় ৫০ ফুট মাটির নিচে পড়ে যায়। এতে আমি ও আমার সরকারীসহ পাঁচজন গুরুতর আহত হই। প্রথমে আমাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আমাদের ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আমার ক্রেন মেশিনের সহকারী নাঈমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার পা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়। অন্যরা মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসকেডি