যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির সূচনা করেন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক। এরপর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিসিকের একটি প্রতিনিধি দল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিসিকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিসিকের সব আঞ্চলিক ও জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নিজস্ব কর্মসূচিসহ স্থানীয় সব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া এবং দেশ, জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এমজে