বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির রত্নগর্ভা মাতা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার নাজমা রহিমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নাজমা বেগমের মৃত্যুতে আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। 

বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার প্রথম জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় নামাজে জানাজা দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

এসআর/এসকেডি