ঘরে খাবার পৌঁছে পরিকল্পিতভাবে লকডাউনের দাবিতে ঘটি-বাটি-রিকশা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। রোববার (২৫ এপ্রিল) পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের মার্চ মাসে করোনা পরিস্থিতি মোকাবেলার শুরুতেই সরকার তৎকালীন স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অপরিকল্পিতভাবে সাধারণ ছুটি দিয়েছিল। যার খেসারত দিতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে কোটি কোটি মানুষ। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হয়েছে, তারা সকল দিক থেকে সফল। 

বক্তারা বলেন, এই সফলতার মিথ্যে গল্প ফেঁদে দেশকে লকডাউনে ফেলা হয়েছে। লকডাউনের ঘোষণা দিয়ে গোদের ওপর বিষফোঁড়ার মতো মুভমেন্ট পাস নামক একটি যন্ত্রণাও চাপিয়ে দিয়েছে। অথচ একমুঠো চালও সরকারের পক্ষ থেকে নিম্নবিত্তদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেনি। মানুষ সংসার-সন্তানের ক্ষুধার জ্বালা মেটাতে ঘরের বাইরে বের হতে বাধ্য হচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো নিম্নবিত্ত-শ্রমজীবী-ভাসমান মানুষদের খাবার নিশ্চিত করে তারপর লকডাউন দিয়ে দেশকে করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে না নিলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে।

তারা আরও বলেন, অভুক্ত মানুষ পুলিশ-প্রশাসন বোঝে না, খাবার বোঝে। আর তাই ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে তারপর লকডাউন কার্যকর করতে হবে। ভাসমান মানুষদের পুনর্বাসন করুন, খাদ্য দেন, বাঁচার মত পরিবেশ দেন; না হয় লকডাউন তুলে নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ।

এমএইচএন/ওএফ