৯ মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করল ডিএনসিসি
অভিযানকালে মাস্ক বিতরণ করা হয়/ ছবি ঢাকা পোস্ট
বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (২৫ এপ্রিল) ডিএনসিসির বাড্ডা এলাকায় পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মোট ৯টি মামলায় সর্বমোট ১১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার অঞ্চল-৩ এর ২১ নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডা এলাকায় মোট ৯টি মামলায় সর্বমোট ১১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তাজুল ইসলাম জানান, সেই সঙ্গে জনসাধারণকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এএসএস/এইচকে