মালদ্বীপের শিপিং ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে হাইকমিশনারের বৈঠক
বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে পণ্য পরিবহনের জন্য সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে দেশটির স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আবদুল্লাহ সাঈদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকশিনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
সোমবার (২৬ এপ্রিল) মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালকের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বৈঠকে হাইকমিশনার বাংলাদেশে উৎপাদিত শিল্পজাত পণ্য, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর গুণগত মান সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেন। ক্যাপ্টেন সাঈদ এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, বন্ধুপ্রতীম এই দুটি দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু হলে দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা করবে।
চট্টগ্রাম ও মালদ্বীপের রাজধানী মালের মধ্যে সরাসরি বাণিজ্যিক ও পর্যটন জাহাজ চলাচলের বিষয়ে আগ্রহী ঢাকা। অনেক দিন থেকে মালের সঙ্গে এ বিষয়ে আলাপ করছে ঢাকা। সবশেষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহর ঢাকা সফরেও বিষয়টি তুলে ধরা হয়। মালদ্বীপ এ বিষয়ে সম্মত হয়েছে।
বিজ্ঞাপন
এনআই/জেডএস