চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় সাংবাদিক শাজাহানের পরিবার
সাংবাদিক সৈয়দ শাজাহান
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক সৈয়দ শাজাহানের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এই প্রবীণ সাংবাদিককে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
৭৮ বছর বয়সী সাংবাদিক শাজাহান বর্তমানে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গত ২৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৮ এপ্রিল) সৈয়দ শাজাহানের স্ত্রী সৈয়দা বিলকিস জাহান আরা ঢাকা পোস্টকে জানান, প্রবীণ এই সাংবাদিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। অবস্থা খুবই সঙ্কটাপন্ন। কানাডা প্রবাসী ছেলে সিরাজুল আলম ও মেয়ে শাহনাজ জাহান শম্পা করোনার জন্য দেশে ফিরতে পারছেন না। সেখানে তাদের আয়ও প্রায় বন্ধ। তাই অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়েছে পড়েছে সৈয়দা বিলকিস জাহান আরার পক্ষে।
তিনি আরও বলেন, হাসপাতালের বিল কিভাবে পরিশোধ হবে এ নিয়ে দুঃশ্চিন্তা কাটছে না। আমার বিশ্বাস দেশপ্রেমিক এই মানুষটির জন্য প্রধানমন্ত্রী নিশ্চয়ই এগিয়ে আসবেন। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
বিজ্ঞাপন
সৈয়দ শাজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিল তার বেশ ঘনিষ্ঠতা। সৈয়দ শাজাহান জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে সৈয়দ শাজাহানের নমুনা পরীক্ষা করা হয়। পরে পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ২৩ এপ্রিল রাত আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
পিএসডি/এমএইচএস