চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৬ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮০ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৭২৫ জনে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১২৩০টি নমুনা পরীক্ষা করে ১৮০ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রামে নগরীর ১৩৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪১ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৭২৫ জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ৮৮২ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ৮৪৩ জন।

বৃহস্পতিবার পর্যন্ত চলতি মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন।

কেএম/এমএইচএস