রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার রাতে (২৪ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ সূত্রাপুর থানায় এই জিডি করেন।

জিডিতে বাদী ইকবাল হোসেন সবুজ অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল রাত ১১টা ৫৮ মিনিটে তার মোবাইলে কল করা হয়। উত্তম কুমার বড়ুয়ার পরিচয় দিয়ে তার হাসপাতালের কিছু সংখ্যক স্টাফকে বদলি করানো সংক্রান্ত বিষয়ে নানা কথা বলা হয়। এক পর্যায়ে সবুজের বাবা-মাকে উল্লেখ করে বিভিন্ন প্রকার অশালীন গালমন্দসহ ভয়-ভীতি ও হুমকি প্রদান করা হয়। এ অবস্থায় নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনায় নিতে জিডি করেন তিনি।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মুহাম্মদ মামুনুর রশিদ। তিনি বলেন, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। জিডির তদন্ত হচ্ছে বলে জানান তিনি।

জেইউ/এমএইচএস