আজও রাজধানীসহ কয়েক জেলায় কালবৈশাখীর শঙ্কা
আজও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। কোথাও কোথাও এ ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া দাবদাহের তীব্রতাও কমে আসবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুপুরের পর থেকে একাধিক অঞ্চল ও বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। এ সময়ে বৃষ্টি বা ঝড়ো হাওয়া মানেই গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। সে হিসেবে আমরা বলতে পারি কালবৈশাখী ঝড় বয়ে যাবে।
তিনি বলেন, সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন : কালবৈশাখী ঝড়ের সঙ্গে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশে ৫৪ মিলিলিটার। এছাড়া ঢাকায় ২, টাঙ্গাইলে ১১, মাদারীপুরে ১২, বগুড়ায় ১০, রংপুরে ১২, সৈয়দপুরে ১৩ মিলিলিটার বৃষ্টি হয়েছে।
এছাড়া রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুন্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় কমতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকালের দিকে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৯ শতাংশ। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এসকেডি