টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায়, গ্রেফতার ৩
টেকনাফ থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় ইয়াবা বহন করায় কামরাঙ্গীরচর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- মো. রাশেদ (৩৩), মো. আলাউদ্দিন (৩৪) ও মো. রাব্বি শেখ (২৩)।
বিজ্ঞাপন
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার রাত ২ টায় কামরাঙ্গীরচরের কোম্পানীঘাট ম্যাটাডোর পার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে জানা যায় কয়েকজন মাদক ব্যবসায়ী কামরাঙ্গীরচর কোম্পানীঘাট এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্য পেয়েই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।
এআর/এনএফ