রাজধানীর গুলশান থানার নতুন বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় রাকিব (২৭) নামে একজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত রাকিব ঢামেকে চিকিৎসাধীন।

নিহতের বন্ধু রাব্বি ঢাকা পোস্টকে বলেন, আল-আমিন ও রাকিব মোটরসাইকেলে করে নতুন বাজার এলাকায় যায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের অটোতে উঠিয়ে আমাকে ফোন দেয়। পরে আমি তাদের দু’জনকে ঢামেকে নিয়ে এলে আল-আমিন মারা যায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল জানতে পারিনি। চিকিৎসাধীন রাকিবের অবস্থা ভালো নয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নতুন বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে দুজন হাসপাতালে আসে। তাদের মধ্যে আল-আমিন নামে একজন মারা গেছে। আমরা থানাকে বিষয়টি জানিয়েছি।

এসএএ/জেডএস