রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় জিয়াউর রহমান (৪৩) নামে এক জুয়েলার্স কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. ইমরান খান ঢাকা পোস্টকে জানান, জিয়াউর বায়তুল মোকাররম মার্কেটে একটি জুয়েলার্সের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। গতকাল রিকশায় করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী কাজলা এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন দিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে জিয়াউরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়াউর শনির আখড়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী এলাকার কাজলা থেকে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে আহত হন জিয়াউর। এরপর প্রথমে তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএএ/এমএইচএস