চমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
চতুর্থ দিনের মতো চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশের কর্মবিরতি।
শনিবার (১ মে) দুপুর আড়াইটার দিকে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান গনি ঢাকা পোস্টকে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর যেসব মেডিকেল শিক্ষার্থী হামলা চালিয়েছেন তাদের বহিষ্কার এবং বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রথমদিনের বৈঠকের পর হাসপাতাল কর্তৃপক্ষের আর কেউ আমাদের সঙ্গে দাবির বিষয়ে কথা বলেননি। তাই আমাদের কর্মবিরতি চলছে।
বিজ্ঞাপন
এর আগে গত বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করে চিকিৎসকদের একাংশ।
তবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান সময়ে হাসপাতালে রোগী অনেক কম। দায়িত্বরত চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ কারণে রোগীদের ভোগান্তি হচ্ছে না।
কর্মবিরতির বিষয়ে জানার জন্য চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে শনিবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার ঢাকা পোস্টকে তিনি বলেছিলেন, হাসপাতালে রোগী সাধারণ সময়ের তুলনায় কম। এ কারণে কর্মবিরতিতেও রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে না। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। আশা করছি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেবেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বিবদমান দুই পক্ষই চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় রানা নামে একজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের একাংশ কর্মবিরতি পালন করছেন।
কেএম/জেডএস