প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, শ্রমিকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের কল্যাণেও কাজ করছে সরকার।

শ্রমিক দিবস উপলক্ষে শনিবার (১ মে) গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের এইদিনে আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্ত দিয়েছিল শ্রমিক বিধায় আজ তাদের সুযোগ-সুবিধা, জীবনমানের উন্নতি ঘটেছে। এই করোনার সময় ও সরকার সব দুর্যোগ মোকাবেলায় সরকার শ্রমিকদের জন্য কাজ করছে। ইতোমধ্যেই নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দিয়েছে। এতে শ্রমিকরা উপকৃত হবেন।

তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যম সরকার। প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবেলায় সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়াও সরকার সাংবাদিকদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী একজন সাংবাদিকবান্ধব মানুষ। তিনি সব সময় সাংবাদিকদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছে মন্ত্রী।

জিইউজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভুঁইয়া, জাতীয় শিক্ষক নেতা পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক ও ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক এম এ সালাম শান্ত, মনির হোসেন জীবন, মনসুর আহমদ, মুহাম্মদ মনজুরুল হক, আলমগীর, আকরাম হোসেন, সাইফুল শুভ প্রমুখ।

এমআই/ওএফ