চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৮ জনে।

এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ১৭৪ জন। রোববার (২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৫টি ল্যাবে ৮৩১টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১৭৪ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ২১২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৯৬২ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫২৮ জনের। যার মধ্যে নগরীর ৩৯১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩৭ জন।

কেএম/এসএসএইচ