করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাঁচটি দেশ ছাড়া অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল। ১৬ দিন পর শনিবার (১ মে) থেকে নতুন শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের ফ্লাইট চালুর ঘোষণায় বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে দূতাবাসগুলো।

মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবেশে মানতে হবে যেসব শর্ত 

ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন জানায়, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১ মে থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে আন্তর্জাতিক ফ্লাইট যাত্রীদের ফ্লাইটের আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ পিসিআর স্ক্রিনিং পরীক্ষার রিপোর্টের কাগজপত্র জমা দিতে হবে। তাছাড়া বাংলাদেশে আসার পর বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে।

হাইকমিশন আরও জানায়, আসার সময় উপসর্গ দেখা দিলে, নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতাল/প্রতিষ্ঠানে আইসোলেশন করার নির্দেশ দেওয়া হবে। অন্য কোনো দেশের মাধ্যমে ট্রানজিট হলে বিমানবন্দরে বিমান চলাচলের অধীনে থাকার পরামর্শ দেওয়া হয়।

কাতার থেকে বাংলাদেশে প্রবেশে যেসব নিয়ম মানতে হবে

কাতারের দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতার থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক তিন দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। বোডিংয়ের আগেই এয়ারলাইন্স যাত্রীদের হোটেল বুকিং নিশ্চিত করবে। কোনো যাত্রীর হোটেল বুকিং না থাকলে এয়ারলাইন্স সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে সিট খালি আছে কি না নিশ্চিত করবে। সিট খালি না থাকলে হোটেল বুকিং নিশ্চিত করার পরই কেবল সংশ্লিষ্ট যাত্রী বোডিং করতে পারবেন। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ সব যাত্রীর জন্য বাধ্যতামূলক।

এছাড়া তিন দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে সংশ্লিষ্ট যাত্রীকে পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন হোম কোয়ারেন্টাইনের বিষয়টি তদারকি এবং নিশ্চিত করবে।

দেশে ফেরার ক্ষেত্রে যে বার্তা দিল মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

দূতাবাস জানায়, মালদ্বীপ থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ সংগ্রহ করে সঙ্গে নিতে হবে। বাংলাদেশে অবতরণের পর কোনো যাত্রীর বিমানবন্দরে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া না গেলে আবশ্যিক ১৪ দিনের হোম কোয়ারান্টোইন পালন করতে হবে। বিমানবন্দরে কোনো যাত্রীর করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ প্রকাশ পেলে অবস্থা অনুযায়ী সরকার নির্ধারিত স্থানে নিজ খরচে কোয়ারেন্টাইন বা আইসোলেশন এ থাকতে হবে।

এছাড়া ট্রানজিট ফ্লাইটে নির্ধারিত কিছু দেশ হয়ে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট এয়ারপোর্ট থেকে বের হওয়া যাবে না এবং এয়ারপোর্টে এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে।

বিজ্ঞপ্তিতে বাহরাইন যে বার্তা দিয়েছে

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ মে থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বাহরাইন থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে সব যাত্রীকে তিন দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অথবা যাত্রীর নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে হবে। সংশ্লিষ্ট এয়ারলাইন্স সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে আসন খালি আছে কি না তা নিশ্চিত করবে অথবা যাত্রীর সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করার জন্য বুকিংয়ের প্রমাণপত্র থাকতে হবে।

দূতাবাস জানায়, যদি সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে আসন খালি না থাকে, তাহলে যাত্রীকে কেবল হোটেল বুকিংয়ের প্রমাণপত্র নিশ্চিত হওয়ার শর্তেই বিমানে আরোহণের অনুমতি দেওয়া হবে। তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করার পর যাত্রীর মেডিকেল টেস্ট করানো হবে। যদি মেডিকেল টেস্টের ফলাফল সন্তোষজনক হয়, তাহলে যাত্রীকে পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আর যদি মেডিকেল টেস্টের ফলাফল সন্তোষজনক না হয়, তাহলে যাত্রীকে সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টারে নিজ খরচে থাকতে হবে অথবা যাত্রী ওই সেন্টার বা হোটেলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করবে।

দূতাবাস আরও জানায়, সব আগত ও ভ্রমণকারী যাত্রীদের ফ্লাইটের সময়ের ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই পিসিআর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বাহরাইনের উদ্দেশ্যে ভ্রমণকারী ছয় বছরের বেশি বয়স সব যাত্রীকে ফ্লাইটের সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্নকৃত পিসিআর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট গ্রহণ করতে হবে। পাশাপাশি বাহরাইন বিমানবন্দরে পৌঁছার পর পুনরায় তিনটি টেস্টের জন্য ৩৬ দিনার প্রদান করতে হবে। ১ম টেস্ট পৌঁছার সঙ্গে সঙ্গে বিমানবন্দরেই, ২য় টেস্ট পৌঁছার পাঁচ দিন পর ও সর্বশেষ ৩য় টেস্ট পৌঁছার ১০ম দিনে করতে হবে। এছাড়াও যাত্রীকে BeAware Bahrain মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে।

এনআই/এসএসএইচ