করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৪
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৫৯৯ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬৮৪ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (০২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৯ হাজার ৬২০ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয় ৯ হাজার ৫০৯টি। অ্যান্টিজেন, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭০১টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৪৯ হাজার ৪০২টি।
মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১৭ ও নারী ছয়জন। সবাই হাসপাতালে মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে চারজন, রাজশাহী ও খুলনায় একজন করে দুইজন করে এবং রংপুরের রয়েছেন তিনজন।
গতকালের পরিস্থিতি
শুক্রবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগে ১৭ জনের মৃত্যু হয়। যা নিয়ে সে সময় ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাত হাজার ৫৭৬ জনে। সেদিন ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ১০৩টি।
জেডএস