সীমিত পরিসরে যান চলাচলসহ ১৬ দফা সুপারিশ
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের তৃতীয় সপ্তাহ চলছে। চলমান এ বিধিনিষেধ আগামী বুধবার (৫ মে) শেষ হওয়ার কথা। তবে এর মধ্যেই সীমিত পরিসরে আন্তঃজেলা পরিবহন চলাচলসহ ১৬ দফা সুপারিশ করা হয়েছে।
রোববার ( ২ মে) আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে এসব সুপারিশ করা হয়। সোমবার ( ৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বৈঠকের প্রস্তাব এসেছে। এটা নিয়ে আজ (সোমবার) সম্ভবত প্রজ্ঞাপন হতে পারে। তবে এটা চূড়ান্ত নাও হতে পারে। তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
করোনার বিস্তার রোধে সারাদেশে চলমান বিধিনিষেধ পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই সভা আহ্বান করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন : ৪ মে’র পর গাড়ি নামাতে বাধ্য হবেন মালিক-শ্রমিক
সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো, স্বাস্থ্যবিধি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, কর্মহীন পরিবহন শ্রমিকদের প্রণোদনা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দেওয়া, মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা, গার্মেন্টসসহ সব কলকারখানার কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিত করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করা।
আরও পড়ুন : বিধিনিষেধ শেষ হওয়ার আগেই আন্তঃমন্ত্রণালয় সভা
উল্লেখ্য, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়।
টিআই/এসকেডি