করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের জন্য প্রস্তাবিত ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রস্তুত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই দেশটিকে সহযোগিতার জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠাবে বাংলাদেশ।

সোমবার (০৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সবকিছু প্রস্তুত রয়েছে। লজিস্টিক সাপোর্ট ঠিক করা হলে চলতি সপ্তাহের মধ্যেই ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে।

আরও পড়ুন : ওষুধের জন্য বাংলাদেশসহ চার দেশের দ্বারস্থ ভারত

সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম দিয়ে ভারতকে সহযোগিতার প্রস্তাব দেয় বাংলাদেশ। প্রথম দফায় বাংলাদেশ ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টিভাইরাল, ওরাল অ্যান্টিভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানোর কথা জানায়। ভারত প্রস্তাবকে স্বাগত জানিয়ে, সঙ্গে রেমডিসিভির চেয়েছে; বাংলাদেশ এ দফায় রেমডিসিভিরও পাঠাচ্ছে।

ভারতে কবে নাগাদ জরুরি সহায়তা পাঠানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা পোস্টকে বলেন, আমরা তো রেডি, যে কোনো দিন আমরা পাঠিয়ে দেব। আমি এটার লজিস্টিক টাইম বলতে পারব না। আমরা তাদের জানিয়েছি, তারা এটাতে খুশি হয়েছে। যে কোনো সময় আমরা তাদের এসব সামগ্রী পাঠিয়ে দেব।

আরও পড়ুন : বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

এদিকে জরুরি সহায়তার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। এক টুইট বার্তায় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলে, করোনার এ সংকটের সময় ভারতের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করা এবং ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য ঢাকাকে ধন্যবাদ। হাইকমিশনের টুইটে ভারত-বাংলাদেশ একসঙ্গে কোভিড-১৯ মহামারি জয় করার আশাবাদ ব্যক্ত করা হয়।

এনআই/এসকেডি