অজ্ঞান করে নিয়ে গেল সিএনজি, ফেরত পেতে লাগবে ১ লাখ
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে লিটন কবিরাজ (৫৫) নামের এক ব্যক্তির সিএনজি নিয়ে গেছে অজ্ঞানপার্টির লোকেরা। এর আগে তাকে অজ্ঞান করে ফেলে গেছে আবাহনী মাঠের পাশে। পরে অজ্ঞান পার্টির লোকেরা ফোন করে জানিয়েছে, ১ লাখ টাকা পাঠালে ওই সিএনজি তারা ফেরত দেবে।
সোমবার (৩ মে) সকাল পৌনে ১১টায় ধানমন্ডির আবাহনী মাঠের পাশের ফুটপাত থেকে অজ্ঞান লিটনকে উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
লিটন কবিরাজের ভাগ্নে হৃদয় ঢাকা পোস্টকে বলেন, পুলিশ মামার খবর জানালে আমি ঢাকা মেডিকেলে আসি। এর আগে সকাল সাড়ে দশটায় মামার মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত ব্যক্তি আমাকে কল করে। তারা জানায়, এক লাখ টাকা দিলে সিএনজি ফেরত দেবে। বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।
লিটন যাত্রাবাড়ী থানার মিরহাজিরবাগ এলাকায় ভাড়া থাকেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পাকরাইল গ্রামে। তিনি মৃত আক্কেল আলীর ছেলে।
বিজ্ঞাপন
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, সিএনজি উদ্ধার ও অজ্ঞান চক্রটি গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
এসএএ/এইচকে