স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

আসন্ন ঈদ পর্যন্ত দোকান-পাট খোলা রাখা এবং শহরের মধ্যে গণপরিবহন চলাচলের সুপারিশ পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। 

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তবে স্বাস্থ্যবিধি মানা না হলে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, করা হবে জরিমানাও। 

আরও পড়ুন : চলমান বিধিনিষেধ বাড়ল ১৬ মে পর্যন্ত 

মন্ত্রী বলেন, এছাড়া ঈদ পর্যন্ত আন্তঃজেলা পরিবহন, নৌপরিবহন, আকাশ পরিবহন ও সীমান্ত বন্ধ রাখার সুপারিশ যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। এরপর অফিসিয়াল সিদ্ধান্ত আসবে। 

এসএইচআর/এইচকে