ভারতে চিকিৎসা নিয়ে ফিরে আসা ১০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতফেরত এই ১০ জন চট্টগ্রাম জেলার অধিবাসী।

বৃহস্পতিবার (৬ মে) দিনগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দুটি ইউনিটে ভর্তি করা হয়েছে তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ভারতে চিকিৎসা শেষে ৪ মে যশোর বেনাপোল হয়ে বাংলাদেশে আসেন তারা। এরপর তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে সবাইকে যার যার জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায়  চট্টগ্রামের ১০ জন চমেক হাসপাতালের কোয়ারেন্টাইন পালন করতে আসেন।

তিনি আরও বলেন, চমেক মেডিকেল এলে কর্তব্যরত চিকিৎসকের সিদ্ধান্তে ৭ জনকে ২৯ নং ওয়ার্ডের কেবিনে এবং বাকি ৩ জনকে  ১৬ নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। ১৬ নং ওয়ার্ডে ভর্তিকৃত ৩ জন হলেন- জাকারিয়া (৩৪), রহিমা বেগম (৪৬) ও পারভিন আক্তার (৪১)।

২৯ নং ওয়ার্ডে ভর্তি ৭ জন হলেন- রেজাউল করিম রাজু (২৪), আয়শা সুলতানা (২৪), ইকবাল হোসেন (২৪), রমজান আলী (২১),আনিছুর রহমান (৫১), ফাহমিদা ইয়াসমিন (১৯) ও সুমাইয়া জান্নাত। তবে তাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত নন বলে জানা গেছে। 

কেএম/এইচকে