রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

শনিবার (৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

ইফতেখায়রুল ইসলাম বলেন, রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম। 

রোববার (৯ মে) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এমএসি/আরএইচ