নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় ঈদ বাজার
সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য এ বাজারের আয়োজন করা হয়
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন কিছু ছাড়া ঈদের খুশি আর আনন্দে যেন অনেকটা অপূর্ণতা থেকে যায়। আসন্ন ঈদকে কেন্দ্র করে সমাজের বিত্তবানরা পোশাক-জুতাসহ নানা কিছু কিনে থাকেন। কিন্তু সমাজের নিম্ন আয়ের মানুষের পক্ষে তা অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না।
এ ভাবনাকে সামনে রেখেই অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মাত্র ১০ টাকায় পছন্দের ঈদ বাজারের আয়োজন করেছিল সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৮ মে) রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে সারাদিনই বাজার খোলা ছিল। বড় ও ছোটদের পোশাক, খেলনা, হাড়ি-পাতিল, ব্যাগসহ নানা ঈদ সামগ্রী মাত্র ১০ টাকায় এ বাজার থেকে কেনেন নিম্ন আয়ের ক্রেতারা।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, করোনার এই সময়ে অসহায় দরিদ্র মানুষের ঈদ আনন্দে যেন ভাটা না পড়ে, সেই লক্ষ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে অসহায়দের হাতে ঈদের পোশাকসহ অন্যান্য সামগ্রী তুলে দিতেই এমন আয়োজন করেছিলেন তারা।
বিজ্ঞাপন
এমন ভিন্নধর্মী আয়োজনে বেশ আনন্দিত হয়ে ওঠেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজন। মাত্র ১০ টাকায় পছন্দের পণ্য হাতে পেয়ে খুশিতে আত্মহারা হন ছোট-বড় সববয়সীরা। বাজারে আসা সালেহা বেগম নামে এক গৃহকর্মীর সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। সঙ্গে এসেছিল তার ছোট্ট শিশু। সালেহা জানান, মাত্র ১০ টাকায় নিজের জন্য শাড়ি এবং ছোট্ট বাচ্চার জন্য জামা পেয়ে বেশ খুশি তিনি। বললেন, আমরা গরীব অসহায় মানুষ। এত টাকা খরচ করে নতুন পোশাক কেনার ক্ষমতা নেই। মানুষের বাড়িতে কাজ করে সামান্য যে কয়েক টাকা পাই, তা দিয়ে সংসারের খরচ চালানোর পর বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া-ই কষ্ট হয়ে যায়। সেখানে মাত্র ১০ টাকায় নতুন জামা এবং আমার শাড়ি পেলাম।
পছন্দের পুতুল আর ব্যাগ পেয়ে বেশ খুশি ছিল ছোট্ট শিশু নাফিসাও। সে জানায়, মাত্র ১০ টাকা দিয়ে তার পছন্দের জামা কিনেছে। সঙ্গে কিনেছে পুতুল আর ব্যাগও কিনেছি। খুব খুশি লাগছে তার। ঈদের মার্কেট হয়ে গেছে।
নামমাত্র মূল্যে পছন্দের পণ্য সুবিধাবঞ্চিত এসব মানুষদের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্টির কথা জানান আয়োজকরাও। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের সমাজে এমন অনেক বিত্তবান মানুষ রয়েছেন যারা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র কিছুদিন ব্যবহার করে ফেলে রাখেন। সেগুলো হয়তো আর কখনো তারা ব্যবহারও করেন না। আমরা সেসব পোশাক এবং অন্যান্য পণ্য বাসায় বাসায় ঘুরে সংগ্রহ করে সমাজের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে থাকি।
তিনি বলেন, ১০ টাকায় ঈদ বাজারের আয়োজন করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, কেউ যেন মনে না করেন যে, তিনি কারও কৃপা বা সাহায্য নিয়েছেন। তাছাড়া নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী বাসা থেকে সংগ্রহ করতে এবং ধৌত, আয়রন এবং প্যাকেজিংয়েও বেশ কিছু খরচ হয়। যেহেতু আমাদের সংগঠনটিও সম্পন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাই এই টাকা থেকে ব্যয়ের কিছুটা বহন করা হয়।
তিনি আরও বলেন, ২০১১ সালে যাত্রা শুরুর পর থেকে পথ শিশু ও বস্তির শিশুদের শিক্ষাদান, বইমেলায় হুইলচেয়ার সেবা প্রদান, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।
আরএইচটি/আরএইচ